চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ বলেছেন, ‘চাঁদপুর প্রেসক্লাব ভবন, অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার সবমিলিয়ে এর মূল্যায়ন করতে হলে বলতে হয় ঢাকার পরেই চাঁদপুর প্রেসক্লাবের অবস্থান। তবে চাঁদপুরের সাংবাদিকদের ঐক্য ও ঐকবদ্ধ প্রেসক্লাব দেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত। চাঁদপুরের সাংবাদিক মহল ও সাংবাদিকতার একটি সুনাম ও ঐতিহ্য রয়েছে।’
চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়াম (৩য় তলা) আধুনিকায়নের গাঁদা ফুলের লহর কেটে মঙ্গলবার(৮ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র আরো বলেন, ‘চাঁদপুরের সাধারণ মানুষ, পেশাজীবী, বিশেষ করে সাংবাদিকদের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন আমার কাজে শক্তি বাড়ায়। সাংবাদিকদের সাথে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আগামীতে আমার পথচলায় সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা প্রত্যাশা করছি।’
তিনি বলেন, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত পরিসরে হলেও এর মধ্যে গাম্ভীর্যতা রয়েছে। অডিটোরিয়ামটিকে দৃষ্টিনন্দন সিম্পল কারুকাজের দ্বারা যেভাবে সজ্জিত করা হয়েছে, এতে সত্যিই সাংবাদিক বন্ধুগণ তাঁদের রুচীশীলতার পরিচয় দিয়েছেন। এখানে এসে যে কারোই মনটা প্রফুল্ল হয়ে যাবে।’
প্রেসক্লাব ভবন আধুনিকায়নের ক্ষেত্রে চাঁদপুরর পৌরসভার অনুদানও রয়েছে সাংবাদিকদের এম বক্তব্যের প্রসঙ্গে মেয়র বলেন, পৌরসভা হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। যে যখন এর দায়িত্বে থাকেন তার দায়িত্ব¡ হচ্ছে সেবার মান উন্নত করা। প্রেসক্লাবের জন্যে কিছু করলে সেটা আমি সে সেবারই একটি অংশ মনে করি।
তিনি আরো বলেন, আজ চাঁদপুর পৌসসভার যত সুনাম, সুখ্যাতি, এর অংশীদার সকলেই। এটা শুধুমাত্র আমার বা আমার পরিষদের একার কৃতিত্ব নয়। এ শহরবাসী সহযোগিতা করেছে বলেই চাঁদপুর শহরটিকে শান্তির ও সম্প্রীতির শহর হিসেবে ধরে রাখা সম্ভব হয়েছে। আগামী এক বছরের মধ্যে চাঁদপুর শহরের সকল রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হবে বলে পৌর মেয়র শহরবাসীকে আশ্বস্ত করেন।
প্রেসক্লাব সভাপতি বিএম হান্নানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, রহিম বাদশা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও জিএম শাহীন।
প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান, প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৮ : ৫৮ পিএম, ৮ নভেম্বর ২০১৬, মোঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur