চাঁদপুরে মঙ্গলবার (১ নভেম্বর) জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলো সহস্রাধিক। জেলার ৭২ কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ছিলো ৪৭ হাজার ৯ শ’১৪ জন ।
বাংলা ১ম পত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত রয়েছে ১ হাজার ৯৩ জন । এর মধ্যে ছাত্রের অনুপস্থিতির সংখ্যা ৪ শ’ ৫৪ জন এবং ছাত্রীর অনুপস্থিতির সংখ্যা ৬ শ’ ৩৯ জন ।
চাঁদপুরের সব উপজেলার পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জেলা শিক্ষা বিষয়ক শাখা সূত্রে জানা গেছে।
এদিকে চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই, পুলিশ সুপার শামসুন্নাহার জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
হাইমচরে ৪টি কেন্দ্র পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই জানান, ‘হাইমচর সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, আলগী সিনিয়র মাদ্রাসাসহ ৪টি কেন্দ্র পরিদর্শন করি । অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি। আশাকরি, এ ধারা অব্যাহত রেখে শান্তিপূর্ণ পরিবেশে বাকী পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে।’
: আপডেট, বাংলাদেশ সময় ৬:৩০ পিএম, ১ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ