কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় কর্মরত থানা পুলিশের উপ-পরিদর্শক কচুয়ার সন্তান (এসআই) মো. আরিফ হোসেন কুমিল্লা জেলা পর্যায়ে গ্রেফতারী পরোয়ানা ও ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
সেপ্টেম্বর ১৬ মাসে চৌদ্দগ্রাম থানায় বেশ কিছু সিআর মামলায় সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করায় তাকে কুমিল্লা পুলিশ লাইনে মাসিক সভায় এ পুরস্কার প্রদান করে।
তিনি চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সলের হাত থেকে আর্থিক অনুদান ও বিশেষ পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য যে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন মনপুরা গ্রামের মো. সিরাজুল ইসলামের সন্তান মো. আরিফ হোসেন| তিনি ২০১৩ সালের ২৩ নভেম্বর রাজশাহী সারদা ট্রেনিং সেন্টারে এসআই পদে ট্রেনিং গ্রহণ শেষে ২০১৪ সালের ৩ ডিসেম্বর কুমিল্লা জেলা পুলিশে শিক্ষানোবিস উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে তার কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার পুরষ্কার স্বরূপ ২০১৬ সালের ০২ জানুয়ারী কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন।
এদিকে পুরস্কৃত হয়ে এসআই আরিফ হোসেন বলেন, এ সাফল্য আমার একার নয়, পুরো পুলিশ বিভাগের। এভাবে প্রতিটি পুলিশকে কাজের মূল্যায়ন করলে প্রশাসনিক কাজে মূল্যায়ন আসবে।
তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
।। আপডটে, বাংলাদশে সময় ১০: ২৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৬,শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur