‘ম্যানেজার—ট্রেইনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, লাইব্রেরিস আনলিমিটেড’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিস। একটি শূন্য পদে উচ্চ বেতনসহ থাকছে বিভিন্ন সুবিধা।
যোগ্যতা
যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের ইংরেজি ও বাংলায় দক্ষতা এবং কম্পিউটারজ্ঞান থাকতে হবে।
বেতন ও ভাতা
প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৯২ হাজার ৩০০ টাকা। তবে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি করা যেতে পারে। এ ছাড়া যোগাযোগ-ভাতা আট হাজার টাকাসহ বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ থাকবে ৯ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপন, সরাসরি আবেদনে যেতে চাইলে এ লিংকটি কপি করে লগিন করে দেখুন (ক্লিক নয়) https://goo.gl/j91nZR
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur