Home / আন্তর্জাতিক / প্রবাস / ‘মালয়েশিয়ার ভিসায় দক্ষ কর্মী পাঠানোর কাজ শুরু’
‘মালয়েশিয়ার ভিসায় দক্ষ কর্মী পাঠানোর কাজ শুরু’

‘মালয়েশিয়ার ভিসায় দক্ষ কর্মী পাঠানোর কাজ শুরু’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, র্দীঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম-বাজার খুব শিগগিরই চালু হবে। আর এ লক্ষ্যে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তার আগে সেখানে অবস্থানরত শ্রমিকদের কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। আর আলোচনা করেই শুরু হচ্ছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই মালয়েশিয়ার ভিসায় আমরা দক্ষ কর্মী পাঠাবো।

 শুক্রবার নীলফামারীতে নব-নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সাধারণ শিক্ষার চেয়ে যারা কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের একটি প্রবণতা আছে বিএ/এমএ পাস করা, পৃথিবীর কোনো দেশে এই প্রবণতা নেই। বিএ/এমএ পাস না করে যে কোনো কারিগরি কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে কাজে যোগদান দিয়ে বেশি অর্থ উপার্জন করেন।

জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি-কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক কেগম শামছুন নাহার, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মমতাজুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০৯:২১ পিএম, ২২ জানুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর