১২ বছরের বর ১১ বছরের কনে!। মিসরের রাজধানী কায়রো থেকে ৭৫ মাইল দূরে ধুমধাম অনুষ্ঠানে বিয়ে হয়ে গেল তাঁদের দু’জনের। আর বিয়ের ছবিটি সোস্যাল মিডিয়ায় ছড়াতেই শুরু হয় বিতর্ক।
জানা যায়, নাসের হাসান নামে এক মিসরীয় ব্যবসায়ীর বড় ছেলের বিয়ে দিতে আয়োজন করেছিলেন বিশাল অনুষ্ঠানের। শুধু বড় ছেলের বিয়ে দিয়েই যেন মন ভরেনি নাসেরের। তাই ঠিক করলেন, এক পার্টিতেই ছোট ছেলে ওমরের বিয়েটাও সেরে পেলবেন। কিন্তু ছোট ছেলের বয়স মাত্র ১২!
কী আর করা। এদিকে ১১ বছরের পাত্রীও রাজি। সেই বিয়ের ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই সমস্যার যতো সৃষ্টি। কারণ, মিশরের আইন অনুযায়ী ১৮ বছরের নীচে বিয়ে অপরাধ। কিন্তু আইনের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দেখাল নাসেরকে। সংবাদ মাধ্যম এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই ঘটনার মধ্য অন্যায়ের তেমন কিছু দেখছি না। বর-কনে দুজন দুজনকে খুব ভালবাসে। ছোট বেলাতেই তাই বিয়েটা সেরে রাখা হল। বড় হলে যাতে ছেলে বা মেয়ে কেউ অন্য কাউকে বিয়ে করতে না চায়। এখন দেখার বিষয় মিসরের আইন কী বলে?
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৮:২২ পি,এম ২৩ অক্টোবর ২০১৬,রবিবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur