আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিএনপির কোনো প্রতিনিধিদল যোগ না দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে মিনিমাম গণতন্ত্রের পরিবেশ যদি থাকত তাহলে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যোগ দিত। বিএনপির বিরুদ্ধে লাগামহীন অশ্লীল, অশ্রাব্য বক্তব্য দিয়েই চলছে আওয়ামী লীগের নেতারা। এটাকে অতিক্রম করে সম্মেলনে গেলে জনগণ মেনে নিত না।
তাই বিএনপির সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে বলেই আমি মনে করি।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম, ২৩ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur