চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘অবৈধ তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। ডিলার কিংবা ফিলিং স্টেশনে এজেন্টদের উত্তোলিত জ্বালানী তেলের মজুদ, উত্তোলন, বিতরণ এবং বিক্রয় সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ থাকতে হবে।’
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তেল মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জ্বালানি তেলের বিষয়ে কোনো অনিয়ম করা যাবে না। চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা ভবিষতে যাতে না ঘটে সে দিকে নজর রাখতে হবে।’
এতে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম আতাহার আলী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এনডিসি কাজী মোহসীন উজ্জ্বল, ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা মাকেটিং অফিসার রেজাউল ইসলাম, জেলা মৎস্য অফিসার মো. সফিকুল ইসলাম, গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তফা কামাল, চাঁদপুর পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. শহীদ উল্যাহ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক প্রমুখ ।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur