সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ২টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
তবে ওই সময়ে বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
মতলব দক্ষিন করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৭:১৫ পিএম, ২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur