Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ কালির বাজারে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফরিদগঞ্জ কালির বাজারে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফরিদগঞ্জ কালির বাজারে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ইউনিয়নের কালির বাজার কলেজ মাঠে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে মাহী চ্যাম্পিয়ানশীপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ওহিদুর রহমান রানা এর উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খাঁন সোহেল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান মিটু, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়াবিদ মো. শামছুল ইসলাম পিন্নু, ইউনিয়ন আ’লীগের সাংগঠণিক সম্পাদক জাহাঙ্গীর আলম পাটওয়ারী, সৌদি প্রবাসী আবু নাসের রাজু, ডা. ফরহাদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রাজু, মোজজ্জামেল হোসেন মানিক, প্রভাষক হারুনুর রশিদ, প্রভাষক মাকছুদুর রহমান।

ক্রীড়ানুরাগী এস এম রাসেলের সৌজন্যে ও মো. সোলেমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফয়সাল ও সহসভাপতি জসিম উদ্দিন।

প্রসঙ্গত, ১২টি দল নিয়ে অনুষ্ঠিত এই মিনি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন ইয়াং স্টার সন্তোষপুর ও সোহেল একাদশ চরপাড়া।

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পিএম, ২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply