বিশ্বব্যাংক বাংলাদেশের শিশু পুষ্টি খাতে সোমবার (১৭ অক্টোবর )সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১শ’ কোটি ডলারেরও বেশি সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া আগামী ৩ বছরে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ব্যাংকের তহবিল ৫০ ভাগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ তহবিলের অর্থের পরিমাণ বাড়লে এর হার অনুযায়ী বাংলাদেশের সহায়তাও বাড়বে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
জিম ইয়ং কিম বলেন, ‘শিশু পুষ্টি খাতে বাংলাদেশকে আগামী দু’বছরে বর্তমানের চেয়েও ১শ’ কোটি ডলার বেশি সহায়তা দেবে । ভবিষ্যতে বিশ্বব্যাংকের বিভিন্ন দেশকে সহায়তা করার তহবিল ৫০ শতাংশ বাড়ানো হবে। সে ধারাবাহিকতায় বাংলাদেশও আরো বেশি সহায়তা পাবে। বিশ্বব্যাংক এমনিতেই বাংলাদেশকে বড় ধরনের সহায়তা দেয়। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সহায়তার ফোকাস হবে।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন,‘’বিশ্বব্যাংক আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের যোগাযোগসহ সব খাতেই বিশ্বব্যাংক সহায়তা দিয়ে থাকে। পদ্মা সেতুতে যে তহবিল বিশ্বব্যাংকের দেয়ার কথা ছিল, তারা অন্যান্য প্রকল্পে সেটি দিয়েছে। এর মাধ্যমে বিষয়টির সমন্বয় হয়েছে। বিশ্বব্যাংকের কাছে আমাদের অনেক প্রত্যাশা।’
নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া বাংলাদেশের অগ্রগতি দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রোববার (১৬ অক্টোবর )বিকেলে দু’দিনের সফরে ঢাকায় পৌঁছান। এ সফরে দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
অনুষ্ঠানটিতে দু’ দশকে দু’ কোটির বেশি মানুষের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হওয়া, বেসরকারি খাতে কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনকে সাধুবাদ জানাতে পারেন কিম।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur