অনুমতি ছাড়াই, ও কোনো প্রকার যোগাযোগ ছাড়াই ব্যক্তিগত যোগাযোগ ছাড়াই সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়েছেন এ অভিনেত্রী।
শনিবার (১৬ অক্টোবর) ফেসবুকে তথ্যমন্ত্রীর নিকট অনাকাঙ্ক্ষিত সংবাদ প্রকাশ করার বিষয়টি নজরে নেওয়ার আবেদন জানিয়েছেন।
ফেসবুকে বুবলী লিখেছেন, আমি ১০০ ভাগ একমত আমাদের সুপারষ্টার শাকিব খানের সাথে। এখন বেশ কিছু অনলাইন পোর্টাল এবং কিছু নিউজ পেপার আছে যারা নিজেদের সস্তা পাবলিসিটির জন্য আর পাঠকদের আকর্ষণ পাবার জন্য আমাদের শিল্পীদের সাথে কোনও প্রকার যোগাযোগ না করে কিছু মিথ্যা, ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ করে থাকেন, যার মধ্যে ব্যক্তিগত সংবাদই ই বেশি মসলা দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং আমাকে নিয়ে একের পর এক এসব সংবাদ করেই যাচ্ছে ।
কেউ কেউ হিংসার বশবর্তী হয়েও এসব নিউজ করাচ্ছে বলে আমি নিশ্চিত ।
যা দেখে আমরা নিজেরাই অবাক হই যে এসব কি নিউজ নাকি স্রেফ কৌতুক করা হচ্ছে শিল্পীদের নিয়ে ?
কতিপয় সাংবাদিকদের মান নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী লিখছেন, এরা কি সাংবাদিক নাকি মানসিকভাবে ভারসাম্যহীন তা আমার বোধগম্য নয় ।
এই কিছু কিছু মানসিকভাবে অসুস্থ সাংবাদিকদের জন্য সব সাংবাদিকদের নিয়ে মানুষ নেতিবাচক কথা বলে ।
যথাযথ মনিটরিং-এর এর অভাবে এসব অসুস্থ তথাকথিত সাংবাদিক আরো অসুস্থ সংবাদ করার সুযোগ পাচ্ছে ।
তথ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বুবলী লিখেছেন, তাই আমি একজন সাধারণ নাগরিক এবং একজন শিল্পী হিসেবে মাননীয় তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো উনি যেন এই মনিটরিং এর ব্যাপারে একটু নজর দেন এবং সবাইকে এসব ব্যাপারে সচেতন থাকার জন্য অনুরোধ করছি।
আর আমি সেসব সাংবাদিকদের স্যালুট জানাই যারা নিজেদের পেশার প্রতি শ্রদ্ধা রেখে, শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সাথে যোগাযোগ করে সঠিক সংবাদ পাঠকদের দিয়ে থাকেন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ এএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur