চাঁদপুরের হাজীগঞ্জে আগামি সোমবার (১৭ অক্টোবর) কমিউনিটি পুলিশিংয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিউনিটি পুলিশের প্রস্ততিমূলক সভা থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম।
ওই সভায় গৃহীত পৌরসভার প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন থেকে একটি করে ব্যানার, প্রচার প্রচারণার জন্য মাইকিংসহ গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা সিদ্ধান্ত নেয়া হয়।
পৌর এলাকার কলেজ শিক্ষার্থী ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানানো হবে। ওই দিন সকাল ১০ টা থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তুতিসভা অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশ্রাফ দুলাল,সাধারণ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, পৌর সভাপতি রোটা.আহসান হাবীব অরুণ,সাধারণ সম্পাদক গোলাম ফারুক মুরাদ,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ইকবালুজ্জামান ফারুক,ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি জাকির হোসেন মোহন প্রমুখ।
এ সময় পৌর ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ক’জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/joy.jpg” ] প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur