Home / চাঁদপুর / লুৎফুর রহমান পাটোয়ারীর স্মরণে চাঁদপুরে আলোচনা ও দোয়া
লুৎফুর রহমান পাটোয়ারীর স্মরণে চাঁদপুরে আলোচনা ও দোয়া

লুৎফুর রহমান পাটোয়ারীর স্মরণে চাঁদপুরে আলোচনা ও দোয়া

চাঁদপুরের চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান পাটওয়ারীর (লুতু পাটোয়ারী) ৩য় মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (১৪ অক্টোবর) আলোচনা সভা ও দোয়া সকাল ১১ টায় গুনরাজদী পাটোয়ারী বাড়িতে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসডু পাটোয়ারীর পরিচালনায় তাঁর স্মরণে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি কামাল পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী।

আলোচনাসভায় বক্তরা বলেছেন, ‘মরহুম লুৎফুর রহমান পাটওয়ারী বর্ণাঢ্য জীবনে নিরহংকার ব্যক্তি ছিলেন, মৃত্যুকালে তিনি তেমন কোনো সম্পদ রেখে যাননি। রাজনীতিতে সর্বদলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। এলাকার মানুষের সেবায় সর্বদায় নিবেদিত প্রাণ ছিলেন তিনি।

দোয়ার অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজনসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা অংশ নেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের এদিনে মুক্তিযোদ্ধা লুৎফুরর রহমান পাটোয়ারী চাঁদপুর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ১৩ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply