‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশল সমূহ বলতে হবে’ এ শ্লোগানের মধ্য দিয়ে হাইমচর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আলগীবাজার সদরে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার এসএম সরওয়ার কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারি মো. জিল্লুর রহমান জুয়েল, বিআরডি অফিসার মো. জাকির হোসেন, ইউপি সদস্য আঃ হাশেম মাল, সাংবাদিক বিএম ইসমাইল প্রমুখ।