প্রাথমিক ও ইবতেদায়ী (পিএসসি)পরীক্ষায় চাঁদপুরে ১শ’৫৪ কেন্দ্রে ৬০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। ২০ নভেম্বর এ পরীক্ষা শুরু হবে। স্ব-স্ব উপজেলা শিক্ষা বিভাগ সরকারি বিধিমালায় এ পরীক্ষাটি পরিচালনা করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ২ শ’ ১২ জন । এর মধ্যে ছাত্রের সংখ্যা ২২ হাজার ২শ’ ৮৯ জন এবং ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৯ শ’২৩ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৬ শ’৩৪ জন বেশি।
ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬ শ’ ৯১ জন । এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩ হাজার ৭শ’ ৪ জন এবং ছাত্রীর সংখ্যা ২ হাজার ৯শ’ ৮৭ জন। ছাত্রীর তুলনায় ছাত্রের সংখ্যা ৭শ’ ১৭ জন বেশি।
প্রাপ্ত পরিসংখ্যান মতে , চাঁদপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮ শ’ ৪২ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১ শ’ ৪৭ জন । কেন্দ্র ২৪ টি ।
কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১৮ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩ শ’ ১১ জন । কেন্দ্র ১৫ টি ।
হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১শ’ ২৪ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ’ ৩৪ জন । কেন্দ্র ২২ টি ।
হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩ শ’ ৬ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ২শ’ ৪৮ জন । কেন্দ্র ৮ টি ।
শাহারাস্তি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯ শ’ ৮০ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৬ শ’ ৮৩জন । কেন্দ্র ১৬ টি ।
ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১ শ’১৯ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪ শ’ ৬৪ জন। কেন্দ্র ২৯ টি ।
মতলব দক্ষিণে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২ শ’ ৪৬ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৫ শ’ ৪৩ জন । কেন্দ্র ১৫ টি ।
মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫ শ’৭৭ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩ শ’৬১ জন । কেন্দ্র ২৫ টি ।
জেলার সব উপজেলার সব কেন্দ্রে এক ও অভিন্ন নিয়ম নীতিতে পাবলিক পরীক্ষার মতই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
: আপডেট, বাংলাদেশ সময় ০৬:৪০ পিএম, ১০ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ