স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের মিশন রোড রামকৃষ্ণ আশ্রম মন্দির থেকে ছিনতাইকারী সন্দেহে দু’যুবককে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। রোববার (৯ অক্টোবর) সন্ধায় মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো শহরের বিষ্ণুদী এলাকার জোবায়ের ও পুরাণ বাজার রঘুনাথপুর এলাকার নোমান।
জানা যায়, মন্দিরে থাকা দায়িত্বশীল ব্যাক্তিরা তাদেরকে ছিনতাইকারী সন্দেহ হলে আটক করে পুলিশকে খবর দেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে কোনো ধরণের অস্ত্র পাওয়া যায়নি। আশ্রমের লোকজন তাদেরকে ছিনতাইকারী সন্দেহ করেছেন।
: আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ১০ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur