চাঁদপুরের বেসরকারি সেবা মূলক প্রতিষ্ঠান আ. করিম পাটওয়ারী সড়কে অবস্থিত কর্ণফুলী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এমডি হিসেবে সাংবাদিক মনির হোসেন যোগদান করেছেন।
প্রতিষ্ঠানের পরিচালকদের উপস্থিতিতে শুক্রবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত মাসিক আলোচনা সভার সিদ্ধান্তে তাকে নিয়োগ দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ও অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. নজরুল ইসলাম।
আলোচনা সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মূলক ও দিক নির্দেশনা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক মো. কুদ্দুছ মুন্সি, মোঃ মামুন খন্দকার, আব্দুল আউয়াল ভূঁইয়া, সুলতান আহমেদ, ছায়েরা বেগম, মামুন ভূঁইয়া, ছাইমুন ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য সকলের মতামতের ভিত্তিতে কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে ডা. মোঃ নজরুল ইসলাম ও আব্দুল কুদ্দুছ মুন্সী এবং মোঃ মনির হোসেনকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২ বছরের মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়।
ইতিপূর্বে মনির হোসেন স্বচ্ছতার সহিত প্যাথলজী এবং বেসরকারি হাসপাতালের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুরের মফস্বল সম্পাদক, দৈনিক ভোরের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনে সকলে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ০৯ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur