Home / চাঁদপুর / ‘চাঁদপুরের লোডশেডিং ভুক্তভোগী ও কর্মকর্তাদের কথায় বিস্তর ফারাক’
‘চাঁদপুরের লোডশেডিং ভুক্তভোগী ও কর্মকর্তাদের কথায় বিস্তর ফারাক’

‘চাঁদপুরের লোডশেডিং ভুক্তভোগী ও কর্মকর্তাদের কথায় বিস্তর ফারাক’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘চাঁদপুরে বিদ্যুতের লোডশেডিং বন্ধ হচ্ছে না। এ নিয়ে ভুক্তভোগী ও কর্মকর্তাদের কথায় বিস্তর ফারাক দেখা যায়। তাই প্রতিদিন কতঘন্টা বিদ্যুৎ দেয়া হচ্ছে এবং কতো ঘণ্টা লোডশেডিং দেয়া হয়েছে তার একটা হিসেব আমাকে দিবেন।’

রোববার (৯ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার জঙ্গিদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গি প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে চাঁদপুরকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত একটি জেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদার, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ০৩:১০ পিএম, ০৯ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]

Leave a Reply