Home / জাতীয় / সংসদ অধিবেশনের সমাপনীতে চমকে দিলেন প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনের সমাপনীতে চমকে দিলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

সংসদ অধিবেশনের সমাপনীতে চমকে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ চলাকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশনের সমাপনী বক্তব্য দিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার আমি বক্তব্যের শুরুতেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।’

প্রধানমন্ত্রীর এমন কথায় সংসদে উপস্থিত সবাই চমকে ওঠেন। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর থেকে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার কার্যক্রম পরিচালনা করছিলেন।

এসময় প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ছাড়াও দুটি আইনের সংশোধন পাস হয়।

এরপর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী আলোচনায় অংশ নেন। দীর্ঘ ২ ঘণ্টা ১০ মিনিট সংসদ চলাকালীন সংসদের কোনো সদস্য স্পিকারের জন্মদিনের বিষয়টি জানতেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য দিতে উঠে বলেন, ‘ব্যাপারটা কিছুটা গোপন ছিল, আমি প্রকাশ করে দিলাম।’

এ সময় প্রধানমন্ত্রী স্পিকারের বয়স জানতে চেয়ে বলেন, ‘এবার ৬৭ তে?’ উত্তরে স্পিকার বলেন, ‘৬৬ বছর।’

পরে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।(জাগোনিউজ)

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬:৩০ পিএম, ৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply