মন্ত্রিসভায় সোমবার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।
নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হবে দু’ বছর ও জরিমানা হবে ৫০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ সাজা দেবেন। তবে বিয়ে বাতিলের বিষয় থাকলে তা’ করবেন পারিবারিক আদালত।
বিদ্যমান আইনে বাল্যবিবাহের অপরাধের জন্য এক হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ ৩ মাসের সাজার বিধান রয়েছে। যাঁরা বাল্যবিয়ে করছেন, যাঁরা বিয়েটি পরিচালনা করেন এবং যাঁরা বাল্যবিয়ের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, তাঁরা এ দন্ডের আওতায় পড়বেন। অপরাধী নারী হলে শুধু আর্থিক দণ্ড হবে। কারাভোগ করতে হবে না।
বর্তমানে নারীদের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং পুরুষদের ক্ষেত্রে ২১ বছরের কম হলে নাবালক বলা হয়।
মন্ত্রিসভায় বিদ্যমান বয়স কমানো যায় কি না, তা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুশাসন দিয়েছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:০০ পিএম, ০৫ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur