Home / চাঁদপুর / চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে হামলা-ভাংচুর : আহত ৪
চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে হামলা-ভাংচুর : আহত ৪
লাল বৃত্ত চিহ্নিত অস্ত্র ও রক্তমাখা গেঞ্জি উদ্ধার

চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে হামলা-ভাংচুর : আহত ৪

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের চতুর্থ তলায় মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় দুবৃত্তরা হামলা ও ভাংচুর চালিয়েছে।

তাদের বাধা দিতে গিয়ে ক্লাবের স্টাফসহ ৪ জন আহত হয়। হামলাকারীরা দেশিয় অস্ত্র ও ককলেট নিয়ে আসবাপত্র ভাংচুর করে।

স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা চাপাতি, ককলেট বহনের বেগ ও একটি চশমা রেখে পালিয়ে যায়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, একদল সন্ত্রাসী হঠাৎ করে মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে এসে এলাপাতাড়ি হামলা ও ভাংচুর শুরু করে। এসময় মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন কাজে আসা লোকজন তাদের বাধা দিতে গেলে তারাও হামলা শিকার হয়। তারে ছুরির আঘাতে পুরাণবাজারের জনৈক নজু ছৈয়ালের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি জখম হয় এবং নতুনবাজারের হুমায়ুন কবির, জসিম উদ্দিন ও মোহনও আহত হয়।

খবর পেয়ে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও জেলা আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারীসহ মুক্তিযোদ্ধারা ছুটে আসেন।

বিষয়টি চাঁদপুর মডেল থানাকে জানানো হলে উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এসে একটি ছুরি, রক্তমাখা গেঞ্জি, চশমা ও ককলেটের বেগ উদ্ধার করে।

তবে কেন, কি কারণে এবং কারা হামলা চালিয়েছে তার তথ্য সংশ্লিষ্টরা জানায়নি।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ০৪ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]

Leave a Reply