আফগানিস্তানের বিপক্ষে খেলা চলার সময় মাঠে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে জড়িয়ে ধরা ভক্ত মেহেদী হাসানকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মিরপুর মডেল থানা থেকে ছাড়া পেলেন তিনি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব জানান, মেহেদীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার আফগানিস্তানের সঙ্গে ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে ঢুকে পড়েন মেহেদী। তখন বল করার প্রস্তুতি নিচ্ছিলেন তাসকিন। মেহেদী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন অধিনায়ক মাশরাফিকে।
এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি পড়ুন…..খেলা অবস্থায় মাশরাফিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ভক্ত!-ভিডিওসহ
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:২৫ পিএম, ০২ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur