চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘সরকার ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুর জেলাকে প্রথম অনুমোদন দিয়েছে। সরকার প্রধানের সমর্থন রয়েছে । সরকার চায় ব্র্যান্ডিং জেলার সুফল যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে । তবে সরাসরি এর সুফল পাবে চাঁদপুর জেলার জনগণ ।
শনিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাান্ডিং বাস্তবায়ন কমিটির প্রথম সভায় সভাপতির জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ডাকাতিয়া নদীর উপর ক্যাবল কার, ইকোপার্ক, মেঘনা-ডাকাতিয়ায় নৌ-বিহার, ভাসমান রেস্তোরাঁ তৈরি এবং ই-ইলিশ বাজার প্রতিষ্ঠা করা হবে । ব্র্যান্ডিং জেলা বাস্তবায়ন হলে চাঁদপুরের অর্থনীতি আমূল পরিবর্তন ঘটবে । ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে । আর এ জন্য কমিটির সকলকে কাজ করতে হবে।’
পরে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির প্রতি সপ্তাহের শনিবার সভা করার কথা জানান জেলা প্রশাসক।
এতে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলোয়ার হোসেন,চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন,চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর,সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম,চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মজিবুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম ,চাঁদপুর টিআইবি’র সভাপতি সাংবাদিক কাজী শাহাদাত ,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা এসিল্যান্ড পঞ্জজ বড়ুয়া, চাঁদপুর পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত ইসলাম, চাঁদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহীন, আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি তমাল কুমার সহ কমিটির সদসবৃন্দ।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৮ পিএম, ০১ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur