Home / শিল্প-সাহিত্য / বিয়েপূর্ব ভাই বোনের ভালোবাসা আর কান্না সমাপ্তির গল্প
বিয়েপূর্ব ভাই বোনের ভালোবাসা আর কান্না সমাপ্তির গল্প

বিয়েপূর্ব ভাই বোনের ভালোবাসা আর কান্না সমাপ্তির গল্প

রাজু আর নীলা দু’ভাই বোন। এর নীলা বড় রাজু ছোট। তাদের আর কোনো ভাই বোন নেই। দু’জনের মাঝে অনেকটা উপলব্দিহীন রক্তটান আর ভালোবাসা বিরাজমান।

এর মধ্যে নীলা জ্ঞানচর্চার বাড়তি দিক হিসেবে নিজের বাসায় বসে বাচ্চাদের পড়ায়। বিনিময়ে মাস শেষে কিছু অর্থ উপার্জন করে। যা দিয়ে নীলার হাত খরচ চলে আসে।

একদিন রাজু নীলাকে বললো আপু পঞ্চাশটা টাকা দেতো।,
নীলা বললো কি !!টাকা কি গাছে ধরে নাকি? তুইনা কাল টিউশনির টাকা পেলি। রাজু বললো ওইখান থেকে দেনা
আপু ।
– কানের কাছে ঘেনর ঘেনর করিস নাতো, ভাগ এখান থেকে।
আমাকে টাকা দিলেই তো চলে যাই । আচ্ছা পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা দে।
– ইস্ তোর জ্বালায় আর পারা গেলো না । এই নে বিশ টাকা ভাগ এখন থেকে।
– মাত্র বিশ টাকা দিলি । ok সমস্যা নাই চটপটি এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাব। তখন কিন্তু আবার নজর দিস না।

– কি !! চটপটি খাবি তুই । এইনে আরো বিশ টাকা আমার জন্যে আনিস ।
– মোট চল্লিশ টাকা নিয়ে রাজু দরজার সামনে গিয়ে বলতে লাগলো । আমি কি তোর মত মেয়ে মানুষ নাকি যে চটপটি খাব । আমার টাকাটা দরকার ছিল তাই তোকে বোকা বানিয়ে নিয়ে গেলাম ।
– তবেরে পাজি তোর একদিন কি আমার একদিন । খবরদার আমার টাকা দিয়ে যা, না হয় বাসায় ডুকতে দিব না।

কে পায় আর রাজুর নাগাল । সে চমপট । রাজুর বড় বোন রিনা । রাজু যাওয়ার কিছুক্ষণ পরেই চটপটি রান্না করেছে কিন্তু খায়নি । মনস্থির করেছে রাজু আসলে তাকে দিখিয়ে দেখিয়ে খাবে। একফোঁটাও দিবে না তাকে ।

রাত আটটায় বাড়ি ফিরেছে রাজু। রাজু ভেবে রেখেছে আপু অবশ্যই তাকে বকা দিবে কিন্তু না কোন টু শব্দ পর্যন্ত করলো না । রাজু ড্রয়িং
রুমে বসে টিভি দেখছে ।
কিছুক্ষণ পর রিনা একটি প্লেটে করে কি যেন এনে খেতে শুরু করলো।

– কি খাস আপু
– মধু খাই মধু । এই মধুর নাম চটপটি,খাবি…..?
– দেনা আপু একটু খাই ।
– ভাগ এখান থেকে । বিকালে আমার থেকে চটপটির কথা বলে টাকা নিয়েছিস মনে আছে । এখন আমি খাই তুই চেয়ে চেয়ে
দেখ ।
রাজু গুমরা মুখে বসে আছে আর রিনা চটপটি খাচ্ছে আর মিটমিট করে হাসছে ।
– রাজু .
–বল
– ফ্রিজে, প্লেটে চটপটিপ রাখা আছে নিয়ে খা । আবার না দিলে তো আমার পেট খারাপ হবে ।
মূহুর্তেই রাজু চেহারা উজ্জ্বল হয়ে গেল ।
– লক্ষ্মী আপু আমার, এই কথা বলে চটপটি আনতে ফ্রিজের দিকে অগ্রসর হয় রাজু । বোনের আগেই ঝটপট তার খাওয়া শেষ।

এভাবেই অনেক ছোটখাটো গল্পের মাঝে একদিন রাজুদের বাড়িতে আলোক উজ্জ্বল। নিয়ন বাতি গুলো জ্বলছে আর নিভছে। বুঝতে বাকি থাকলো না যে, নিলার আজ বিয়ে ।

কিন্তু রাজুর বুক ফেটে কান্না পাচ্ছে । আপু চলে গেলে কার সাথে সে খুনসুটি করবে । কে তাকে চটপটি বানিয়ে খাওয়াবে?
বিয়ে পড়ানো শেষ এখন বর যাত্রী নিলাকে নিয়ে চলে যাবে কিন্তু রাজু কিছুতেই মানতে পারছে না তার আপু আর এই
বাড়িতে থাকবে না দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে।

– নীলা কান্নার সুরে বলছে ‘রাজু কথা দে ভাই একবার করে হলেও আমার সাথে ওই বাড়িতে গিয়ে দেখা করবি। কথা দিলাম প্রতিদিন তোকে আমি চটপটি বানিয়ে খাওয়াবো।’

রাজুর মুখ দিয়ে কথা বের হয়না, রাজুও ভেজা শুধুই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার আপুর দিকে ।
মাথা নাড়িয়ে সম্মতি জানায় । তার চোখের কোন বেয়ে অশ্রু ধারা নামে।

মনে ঘুরপাক খাচ্ছে বোন উপস্হিত থাকায় সে বুঝতে পারেনি বোনের ভালোবাসাটা । আজ বোনের ভালোবাসাটা শুধুই স্মৃতি। সে স্মৃতিতে
হাতরিয়ে বোনের ভালোবাসাটা উপলব্ধি করে রাজু ।

ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪০:০০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply