Home / চাঁদপুর / ইলিশ উৎসবে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা
ইলিশ উৎসবে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা

ইলিশ উৎসবে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা

চতুরঙ্গের আয়োজনে চাঁদপুরে ইলিশ উৎসবের ৫ম দিনে ‘সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য’ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীকে সম্মাননা দেয়া হয়েছে।

সোমবার(২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে আলোচনা ও গুণিজন সংবর্ধনা পর্বে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট তুলে দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। ফুলেল মালা পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপ্রধান ও চতুরঙ্গের উপদেষ্টা অ্যাড. মো. ইকবাল বিন বাশার।

চতুরঙ্গের মহা-সচিব হারুন আল রশিদের পরিচালনায় সংবর্ধনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর, জনপ্রতিনিধি ও সংস্কৃতিসেবী মো. জিতু মিয়া বেপারী। মুঠোফোনে চাঁদপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী।

এসময় উপস্থিত ছিলেন চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, উৎসব কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা মা ইলিশ ও জাটকা ধরবে তাদেরকে ছাড় দেয়া যাবে না। সরকার ইলিশ রক্ষায় অনেক কঠোর অবস্থানে রয়েছে। চতুরঙ্গ উৎসবের মাধ্যমে ইলিশ রক্ষার যে আন্দোলন করছে তাদের সাথে একাত্বতা পোষণ করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরে ইলিশ রক্ষার আন্দোলন সফল হবে ইনশাল্লাহ।

অনুভূতি ব্যক্ত করে প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান বলেন, একজন মানুষ তার কাজ সম্পন্ন করার পরেই সম্মাননা পেয়ে থাকেন। কিন্তু আমার দীর্ঘ চলার পথে চতুরঙ্গ সম্মাননা জানিয়েছে। এতে আমি আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সম্মাননা চলার পথকে আরো গতিশীল করবে এবং সুন্দর সমাজ বির্নিমানে সাধারণ মানুষ হিসেবে কাজ করার ক্ষেত্রে সহায়ক হবে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদী বলেন, যে সম্মাননা জানানো হলো এতে আমি আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন চতুরঙ্গ দীর্ঘ ৮ বছর ধরে ইলিশ উৎসবের আয়োজন করছে। এ উৎসব ইতিমধ্যেই একটি সামাজিক আন্দোলনে রূপ পেয়েছে। আমরা শপথ নিতে চাই যে সবাই মিলে মা ইলিশ ও জাটকা ইলিশ রক্ষা করবো।

দিনের কর্মসূচিতে বিকেল ৩টায় লোকনৃত্যের প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। এতে বিভিন্ন সংগঠনের ক্ষুদে নৃত্যশিল্পীরা অংশ নেয়। বিকেল সাড়ে ৫টায় ইলিশ বিষয়ক গোল টেবিল আড্ডা অনুষ্ঠিত হয়। চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের সঞ্চালনায় আডায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম ভূইয়া, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, জেলা ইনার হুইল ক্লাবের সেক্রেটারী মুক্তা পিযূষ, সাংস্কৃতিক কর্মী রুমা সরকার, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ।

সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নীবীণা সংগঠনের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। সবশেষে রাত সাড়ে ৮টায় স্বপ্নকুড়ি ও নতুনকুড়ির ঝমকালো নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply