কুমিল্লায় দুর্ঘটনা রোধে মহাসড়কে হাইওয়ে পুলিশ গতি নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করেছে।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত গতিতে থাকা বিভিন্ন যানবাহন গতি নিয়ন্ত্রণ মেশিনের মাধ্যমে বাছাই করে আটক করা হয়। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করে পুলিশ।
হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া জানায়, ‘মহাসড়কে অতিরিক্ত গতির কারনে সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি বাড়ছে। যে কারণে এধরনের অভিযান পরিচালনার মাধ্যমে মহাসড়কে যানবাহনের ৮০ কিলোমিটারের কম গতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।’
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ