চাঁদপুর সদরের পশ্চিম চান্দ্রা গ্রামে বজ্রপাতে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হৃদয় নামে কিশোরের মৃত্যু হয়।
নিহত হৃদয় শহরের নতুন বাজার আদালত পাড়ার ইব্রাহিম খলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুরা জানায়, ঈদে ঘুরে বেড়ানোর জন্য তারা ক’জন বন্ধু মিলে চান্দ্রা গ্রামে যায়। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সময় দুপুর দেড়টার সময় হঠাৎ আবহাওয়া খারাপ হলে বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির সময় বজ্রপাতও হতে থাকে। তখন তারা দৌড়ে একটি ছাউনির নিচে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ওই সময় হৃদয় খোলা আকাশের নিচে থাকায় তার গায়ে বজ্রপাত পড়ে তার শরীরের বাম পাশে পুড়ে যায়।
সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক ।।আপডটে,বাংলাদশে সময় ০৫:৪৬ পিএম,১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur