মুসলিম উম্মাহর পবিত্র ভূমি মক্কায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৮ লাখ ৬২ হাজার ৯ শত ৯জন হাজী এবারের হজে অংশ গ্রহণ করেছেন । তার মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৮ শত ২৯ জন (ব্যবস্হাপনা সদস্যসহ) হাজী ছিলেন ।
সৌদি আরবের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের তথ্যে জানা যায়, এবছর বিশ্বের ১৬৪ দেশ থেকে মোট ১৩ লাখ ২৫ হাজার ৩ শত ৭২ জন এবং সৌদি আরব থেকে ৫ লাখ ৩৭ হাজার ৫ শত ৩৭ জন হাজী হজ পালন করেন ।
এবার বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি, তবে বাংলাদেশ থেকে হজ করতে এসে বার্ধক্য জনিত কারনে এবং বিভিন্ন রোগে অসুস্হ হয়ে ১৬ সেপ্টেম্বর ভোর পর্যন্ত ৪৭ জন হাজী মৃত্যুবরন করেছেন বলে বাংলাদেশ হজ মিশন সূত্র জানায় ।
এদের মধ্যে পুরুষ-৩৬, মহিলা-১১ জন এবং মক্কায়-৩৩, মদিনায়-০৮, জেদ্দায়-০১, মিনায়-০৫ জন।
চাঁদপুরের মৃত্যুবরণকারি দুইজন হলেন সদর ১১নং ওর্য়াডের নাসির আহমেদ (৬৪) ও বিষ্ণুপুর হায়দার আলী মিজি বাড়ীর মো. হাবিব উল্লাহ (৮৪)।
শুধুমাত্র জয়পুর হাট জেলার পঞ্চবিবির মোছা. হাবিবা ফেরদৌসি রিকতা, গাড়ি দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন বলে জানা যায়।
এছাড়াও বার্ধক্য জনিত কারনে এবং বিভিন্ন রোগে অসুস্হ্য হয়ে মিশরের ২০, ইরাকের ৬, সুদানের ৪, আলজেরিয়ার ৪, মরোক্কোর ৩, সোমালিয়ার ২, শিরিয়ার ২, তিউনিশিয়ার ২, লিবিয়ার ১, জর্দানের ১, ইয়েমেনের ১ এবং ফিলিস্তানের ১ জন হাজীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম হজের খুতবা পাঠ ও নামাজের ইমামতি করেন মসজিদুল হেরামের প্রধান ইমাম মুফতি ড. আবদুর রহমান আল সুদাইস ।
এ বছর যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে আগ থেকেই সৌদি সরকার কঠোর নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করেন । বিশেষ করে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোন বড় ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেই জন্য সৌদি হজ্জ কর্তৃপক্ষের সব সময় কঠোর নজরদারি ছিল হাজিদের উপর।
এ বছরের হজে নিরাপত্তা এবং সেবা দানের কাজে নিয়োজিত ছিল প্রায় একলাখ নিরাপত্তা কর্মী । সেই সাথে সৌদি হজ মন্ত্রণালয়ের ৬০ হাজার, রেড ক্রিসেন্ট, রোবার স্কাউটের স্বেচ্ছাসেবকসহ আরোও ১৭ হাজার স্বেচ্ছাসেবক সেবার কাজ পরিচালনা করছেন ।
পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন ২৩ হাজার পরিচ্ছন্নতা কর্মী । হাজীদের পরিবহনের জন্য আছে ১৮ হাজার অত্যাধুনিক বাস । অসুস্হ্য হাজীদের সেবা দানে প্রস্তুত ছিল হেলিকপ্টার, ১ শত এম্বুলেন্স, ৫১ টি মেডিকেল বাসসহ ৫ হাজার শয্যা বিশিষ্ট ২৫ টি হাসপাতাল এবং ১৫৮টি প্রাথমিক স্বাস্হ্য সেবা কেন্দ্র ।
এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশসহ সৌদি আরবের দুইশত মিডিয়া কর্মী হজের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে ।
এবছরই তথ্য প্রযুক্তির সর্ব্বোচ্ছ ব্যবহার হয়েছে র্স্মাট ছাতা, ই-ব্রেসলেট ব্যবহারের মাধ্যমে ।
বাংলাদেশ হজ্ব মিশনের আরেকটি সূত্র জানায়, ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে বাংলাদেশী হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হবে । হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের জেদ্দা থেকে রওনা হবে স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়)।
ফ্লাইটটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে ।
বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/sagor-chowdhury1.jpg” ] প্রতিবেদক- সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur