চাঁদপুরে কচুয়ায় ‘বহু অপকর্মের হোতা’ ও ‘মাদক সম্রাট’ মনির হোসেন (৩৫) কে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ৮০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত মনির উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা।
কচুয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
থানা পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, মনির হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছে। বিগত দিনে কয়েক বার তার একাধিক শীর্ষ মাদকসহ ধরা পড়লেও মনির হোসেন ধরা ছোয়ার বাহিরে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, ‘মনির হোসেন প্রবাস থেকে এসে মাদক ব্যবসায় জড়িয়ে যায়। তার নেতৃত্বে এলাকায় মাদক বিক্রি হচ্ছে এবং মাদক বিক্রি করে লাখ লাখ টাকার বাণিজ্য করছে।’
এ ঘটনায় মাদক ব্যবসায়ী মনির হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং- ০৮, ০৮/০৯/২০১৬ ইং) দায়ের হয়েছে।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur