চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘আবাসিক এলাকায় জ্বালানী তেল বিক্রি করা যাবে না । সরকারি নীতিমালা বাহিরে কোথাও তেল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন থেকে চাঁদপুরে লাইসেন্সবিহীন তেল বিক্রেতার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। তাদের তালিকা তৈরি করতে হবে’
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা জ্বালানী তেল মনিটরিং কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি চাঁদপুর বঙ্গবন্ধু সড়কের ভয়াবহ অগ্নিকান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সড়কের অগ্নিকান্ডের ঘটনাটি মর্মান্তিক । বিষয়টি পুলিশ তদন্ত করছে । পাশাপাশি এডিসি জেনারেলের নেতৃত্বে তদন্ত করা হয়েছে । তদন্ত রিপোর্ট পর্যালোচনা করছি । অচিরেই তদন্ত রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করা হবে । এ ব্যাপারে কেউই ছাড় পাবে না । প্রকৃত অপরাধীদের শাস্তি পেতে হবে। সে যেই হোক।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘বঙ্গবন্ধু সড়কের অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিভানোর সময় ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় জনগণ সহযোগিতা করেছে । বিশেষ করে চাঁদপুর ফায়ার সার্ভিস বিভাগের ভুমিকা ছিল প্রসংশনীয় । তাই চাঁদপুর ফায়ার সার্ভিসকে জেলা প্রশাসন থেকে একটি ধন্যবাদপত্র দেয়া যেতে পারে।’
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটয়োরী দুলাল তার বক্তব্যে বলেন, ‘আবাসিক এলাকায় কোনো মতেই জ্বালানী তেল বিক্রি করতে দেওয়া ঠিক হবে না। বিষয়টি প্রশাসন যাতে কঠোরভাবে দেখে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, জলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এএসপি (হেডকোয়াটার) মো. শাকিল আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী জেলা মাকেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, চাঁদপুর চেম্বারের প্রতিনিধি মো. জামাল আহমেদ, জেলা জেলা জ্বালানী তেল ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ ভুইয়া, তেল ডিপোর এজেন্ট মহসীন পাটওয়ারী প্রমুখ ।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur