চাঁদপুর কোস্টগার্ডের রাতভর অভিযানে বুধবার (৭ সেপ্টেম্বর) মেঘনা মোহনায় একাধিক যাত্রাবাহী লঞ্চ থেকে কোটি টাকার কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সা. লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে কোস্টগার্ড এর একটি অপারেশন দল রাতে চাঁদপুর মোহনায় ওই অভিযান পরিচালনা করেন।
এসময় যাত্রীবাহী লঞ্চ এমভি সাব্বির-৩, ফারহান-৩ ও শরিয়তপুর-৩ যথাক্রমে ৬ লাখ ৯ শ’বর্গমিটার কারেন্ট জাল যার আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা ও ১ হাজার ৬ শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত কারেন্ট জাল এবং নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড স্টেশন কমান্ডার সা. লেফটেন্যান্ট এম আতাহার আলী বলেন, ‘নৌ -পথে অবৈধ মালামাল পাচার রোধে চাঁদপুর কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur