সাত দলের বিপিএল; আসছে রাজশাহী ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে বাড়ছে দল সংখ্যা। বেশ ক’দিন ধরেই ক্রিকেটাঙ্গণে এটা ‘ওপেন সিক্রেট’। শুরুতে নতুন দল হিসেবে রাজশাহী আর খুলনার নাম শোনা গেলেও, টিকছে কেবল রাজশাহী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফলে, বলে দেয়া যায় যে, আগামী ছয় নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের চতুর্থ আসরে দেখা যাবে সাতটি দলকে।
রাজশাহীর নামে আগেও বিপিএলে দল ছিল। দুরন্ত রাজশাহী নামের সেই দলটি ২০১২ ও ২০১৩ সালে বিপিএরের প্রথম দু’টি আসরে খেলেছিল।
যদিও, বিপিএলের নতুন এই দলটির মালিকানা কে পেতে যাচ্ছে সেটা জানা যায়নি। তবে, সূত্রের খবর মতে, বিসিবির আগামী বোর্ড মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।(প্রিয়.কম)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:৪২ পি,এম ০৬ সেপ্টেম্বর ২০১৬,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur