চাঁদপুরে বঙ্গবন্ধু সড়কে জ্বালানী তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসারত মাসুদের মৃত্যু হয়েছে। এ দুর্ঘনাটয় মৃত্যুর সংখ্যা এখন দাঁড়ালো তিনে।
াসুদ যমুনা অয়েল এজেন্সীর কর্মচারী ছিলেন বলে জানা যায়। তার এ মৃত্যুর কথা নিশ্চত করেছেন নিহত রায়হানের মামা কবির চৌধুরী।
এর আগে অগ্নিকান্ডের ঘটনার পরিদন থেকে পর্যায়ক্রমে মারা যায় যমুনা অয়েল এজেন্সীর মালিকের ছেলে রায়হান ও তেলের লরির হেলপার নুর মোহাম্মদ।
বাকি ৩ জনের মধ্যে রোববার ৪ সেপ্টেম্বর দুপুরে মাসুদ মৃত্যুবরণ করেন।
তবে তার গ্রামের বাড়ি কোথায় তা’ এখনো জানা যায়নি ।
সঙ্গত, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায় শহরের বঙ্গবন্ধু সড়কের যমুনা অয়েল এজেন্সির গোডাউনে সেলিনা ভিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানের ছেলে রায়হানসহ ৫জন গুরুতর অগ্নিদগ্ধ হয়। তাদের চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে।
এ ঘটনায় আরো দু’জন বার্ণ ইউনিটে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur