চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘ইসলাম মানবতার কথা বলে ও শান্তির বাণী প্রচার করে। এ কথাগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমাদের সন্তানরা যাতে ভুল পথে না যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে।’
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকার কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘গোটা বিশ্বব্যাপি একটি গোষ্ঠি সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে। ৭১ সনে বাংলাদেশ স্বাধীন হওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলো তাদের মাঝে একটা চাপা ক্ষোভ রয়েছে। এই ক্ষোভের বিষ্ফরন ঘটাতে না পেরে তারা ভিন্ন পন্থা অবলম্বন করেছে। এরাই এখন মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ করছে।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহারের পরিচালনায় বক্তব্য রখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, কলেজের উপাধ্যক্ষ শাহআলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অশিতবরণ দাস, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল ফারুকী।
এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ