চাঁদপুর প্রেসক্লাবে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে মাসব্যাপী ‘ঈদ আন্দোন্দ মেলা’র উদ্বোধন করা হয়েছে।
সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসকের সহধর্মিণী অধ্যাপক আকতারী জামান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালকের সহধর্মীনি সেলিনা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আলম, মেজবাউল সাবেরিন, নাজমিন সুলতানা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মেলার আয়োজক নিউ নবরুপা টেক্সটাইলের মো. মাসুদ মুন্সিসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
প্রসঙ্গত, মেলায় এবার সর্বমোট ২৮ টি স্টল দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur