বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন শিরীন সুলতানা ও সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানায়, গত সোমবার দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সহ-সম্পাদকসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।
একইদিন কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন সুলতানা। তবে তিনি এখনও মহিলা দলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
শিরীন সুলতানা সাংবাদিকদের জানিয়েছেন, এক ব্যক্তির একাধিক পদ না রাখার সিদ্ধান্ত বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়ার পরিপ্রেক্ষিতে মহিলা দলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি স্বনির্ভর বিষয়ে কিছুই বুঝি না। সেজন্য এই পদ থেকে পদত্যাগ করছি। এক ব্যক্তি এক পদ নীতিতে আমি মহিলা দলের সাধারণ সম্পাদক পদেই থাকতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদের সাবেক ভিপি শিরীন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের স্ত্রী। বেশ কয়েক বছর গুলশান রাজনৈতিক কার্যালয়সহ রাজধানীর বাইরে বিভিন্ন সফরে শিরীন ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সহচর। বিএনপির আগের জাতীয় নির্বাহী কমিটিতে তিনি সহ মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।
কাউন্সিলের পর প্রথম দফায় ঘোষিত পদগুলোতে অনেক নিষ্ক্রিয়, কনিষ্ঠ আর হঠাৎ নেতাদেরকে পদায়নে চেয়ারপারসনের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকে তাকে আর চেয়ারপারসন কার্যালয়ে খালেদা জিয়ার হাত ধরে কার্যালয়ে নেওয়া বা গাড়িতে এগিয়ে দিতে দেখা যায়নি।
অন্যদিকে সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক ও চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হারুনুর রশীদের স্ত্রী। বিএনপির নতুন কমিটি ঘোষণার পর তিনিও ক্ষুব্ধ ছিলেন। তবে পদত্যাগের ব্যাপারে জানতে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রিয়ডটকম
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৩০ পি,এম ০১ সেপ্টেম্বর ২০১৬,বূহস্পতিবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur