চাঁদপুর বঙ্গবন্ধু সড়কে আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রায় ঘণ্টব্যাপি পোড়ানোর পর রাত ১টা ৪৮ মিনিটে তেলের লরিটি বিস্ফোরিত হয়ে পাশ্ববর্তী বাসা-বাড়িতে ছড়িয়ে পড়েছে। পাশের একটি ভবন থেকে ৫ জানকে ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় ৫ জনকে মই দিয়ে নামাতে দেখেছেন চাঁদপুর টাইমস প্রতিনিধিরা।
তেলের সাথে পানি মিশ্রণ হয়ে পাশ্ববর্তী খালেও আগুন জ্বলতে দেখা গেছে। (প্রতিবেদনের নিচে ভিডিও ফুটেজ সংযুক্ত)

মুঠোফোনে চাঁদপুর টাইমস প্রতিনিধিরা জানায়, ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট চেষ্টার পরেও রাত ২ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি। তেল থেকে আগুনের সূত্রপাত হওয়ায় পানির সাথে তেলে সংমিশ্রণে ফায়ার সার্ভিসের ফাইপ পুড়ে গেছে। তাই তারা অনেকটা হতচকিত হয়ে পড়েছেন।
এদিকে বাতাসের সাথে সাথে আগুনেরর লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে আর একের পর এক জ্বলতে শুরু করেছে বিভিন্ন স্থাপনা।
প্রসঙ্গত, চাঁদপুর জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের মিজি বাড়ি সংলগ্ন এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তেলের দোকানের মালিকের নাম মিজনুর রহমান বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। স্থানীয় ক’জন মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।
এ সংক্রান্ত আরো প্রতিবেদন….
* চাঁদপুর বঙ্গবন্ধু সড়কে তেলের দোকানে আগুন (ভিডিওসহ)
*চাঁদপুরে আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস কর্মীসহ গুরুতর আহত ৮
*তেলের সাথে আগুন ছড়িয়ে পড়ছে পানিতে : অকেজো ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
নিউজ এডিটর ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ এএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur