প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত বাংলাদেশ। ইরানের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর বাংলাদেশের মেয়েরা সিঙ্গাপুরকেও উড়িয়ে দিয়েছে ৫-০ ব্যবধানে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আজ সহজ প্রতিপক্ষ কিরগিজস্তানের মুখোমুখি হবে সানজিদা-কৃঞ্চারা। এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘সি’ গ্রুপের ম্যাচে আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় শুরু হবে দুই দলের লড়াই।
সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের পর উল্লাসরত অনূর্ধ্ব-১৬ নারী দফুটবল দল।
শক্তিশালী ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৭ সালের আসরের বাছাই পর্ব শুরু করে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের গত আসরে এই ইরানের কাছেই হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। এবার যেন সেই হারের প্রতিশোধটা দারুণভাবেই নিয়ে নিল বাংলাদেশ।
শুধু তাই নয়, প্রথম ম্যাচের পারফরম্যান্স দ্বিতীয়টিতেও ধরে রেখেছে দেশের তরুণ প্রতিভাবান এই প্রমীলা ফুটবলাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে যে আরও বেশি দাপট দেখিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এবার লড়াই দূর্বল কিরগিজস্তানের বিপক্ষে। কিরগিজস্তানের মেয়েরা প্রথম দুই ম্যাচে এক গোল দিয়ে হজম করেছে ১৬ গোল। প্রথম ম্যাচে শক্তিশালী দল চীনা তাইপের কাছে ৭-১ গোলে হেরেছে তারা। আর দ্বিতীয় ম্যাচে রয়েছে ইরানের কাছে ৯-০ ব্যবধানে লজ্জাজনক হারের পরাজয়!
এমন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত করেই বলা যায়। তবে অপেক্ষা এখন জয়ের ব্যবধানটা কয় গোলের!
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০৫ পি,এম ৩১ আগস্ট ২০১৬,বুধবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur