চাঁদপুরের হাজীগঞ্জ জুয়া খেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল হাজীগঞ্জ) মো. আফজাল হোসেনের নেতৃত্বে ১৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভাধীন খাটরা বিলওয়াই’র রেল লাইন সংলগ্ন একটি ছাড়া বাড়ি থেকে (ডিবা) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম (৩০), গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের দেবেন্দ্র দাসের ছেলে শ্যামবু দাস (৩০), হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ ৪নং ওয়ার্ডের মৃত লোকমান হোসেনের ছেলে আবুল হোসেন (৪০) ও মঞ্জু মিয়ার ছেলে হাবিব (৩০),
হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মৃত হাবিব উল্ল্যাহর ছেলে মো. মোবারক মিয়া (৫০), পৌরসভাধীন ১০নং ওয়ার্ড ইব্রাহিম বেপারী বাড়ির আলী আকবর এর ছেলে ৫নং ওয়ার্ডের বাসিন্দা আলী আজ্জম বৃত্তি (৫৮), মকিমাবাদ গ্রামের মৃত সিরাজের ছেলে বিল্লাল হোসেন (৪০),
একই গ্রামের আব্দুল মালেক এর ছেলে মো. মঞ্জু মিয়া (৩০), মকিমাবাদ গ্রামের আনোয়ার হোসেনে ছেলে মো. জসিম মিয়া, মকিমাবাদ গ্রামের আবুল বাসারের ছেলে রাসেল মিয়া (৩০), শাহরাস্তি উপজেলার ওয়ারুক গ্রামের আ. রশিদ পাটওয়ারীর ছেলে মো. মজিবুর রহমান (৩০), এই গ্রামের হাজী আব্দুর রউফ এর ছেলে মো. মোশারফ হোসেন (৪২), ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত মান্নানের ছেলে মো. হান্নান (৪০)।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ ও জুয়াড়ীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানার অভিযান অব্যাহত আছে, থাকবে। যেখানেই যেকোন অপকর্ম চলবে সেখাইে আমাদের অভিযান চলবে।
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur