চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাইক্রোবাস চালককে মারধরের ঘটনায় মিন্টু প্রধান (২০) নামক ১ জনকে আটক করেছে স্থানীয় জনতা।
নারায়ণপুরের পাঁচঘোড়িয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে আটককৃতকে স্থানীয় জনতা পুলিশের হাতে সোপর্দ করে।
জানা যায়, মাছুয়াখাল গ্রামের মুজাফ্ফর হোসেন প্রধানের ছেলে মিন্টু প্রধান, মৃত সামাদ মিয়া প্রধানের ছেলে সোহেল একই এলাকার মাহমুদাসহ ৪ জন, এয়ারপোর্টে যাওয়ার কথা বলে বাড়ীগাঁও গ্রামের মৃত-ওয়ালি উল্লাহ পাটোয়ারীর ছেলে মিন্টু তপাদারের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-দ-১২-৯২০২) ভাড়া করে।
শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসটি নিয়ে নারায়ণপুর বাজার থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়। নারায়ণপুর-নায়েরগাঁও রোডের পাঁচঘোড়িয়া খান বাড়ির নিকট যাওয়ার পর গাড়িতে থাকা যাত্রীরা চালক মিন্টু তপাদারকে আহত করে।
চালক ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে গাড়িতে থাকা যাত্রীদের আটক করে। অপর যাত্রীরা পালিয়ে যায়।
এদিকে আহত মিন্টু তপাদারকে উদ্ধার করে নারায়ণপুর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
আটক হওয়া যাত্রীকে নারায়ণপুর বাজার বণিক সমিতিতে নিয়ে আসে। বণিক সমিতির সভাপতি বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে উপপরিদর্শক (এসআই) ভক্ত দত্ত এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, ‘মাইক্রোবাসে যাত্রী নেয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।’
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১২:৫০ পিএম, ২৭ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ