Home / আন্তর্জাতিক / তুরস্কে গাড়িবোমা হামলায় আট পুলিশ নিহত আহত ৪৫
তুরস্কে গাড়িবোমা হামলায় আট পুলিশ নিহত আহত ৪৫
প্রতীকী

তুরস্কে গাড়িবোমা হামলায় আট পুলিশ নিহত আহত ৪৫

তুরস্কে একটি পুলিশ কার্যালয়ের কাছে গাড়িবোমা হামলায় আট পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ৪৫ জন।

স্থানীয় সময় শুক্রবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিজরা শহরের পুলিশের প্রধান কার্যালয়ের বাইরে এ হামলা হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু জানায়, পুলিশ কার্যালয়ের ৫০ মিটার দূরে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটে। এই গাড়িবোমা হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে সরকার।

গাড়িবোমা হামলায় দাঙ্গা দমন পুলিশের প্রধান কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বিভিন্ন টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

ঘটনার পর পরই হতাহতের বিস্তারিত তথ্য জানা না গেলেও টেলিভিশনের প্রতিবেদনে অনেক প্রাণহানির আশঙ্কা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বিস্ফোরণে পুলিশ কার্যালয়ের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। এ ছাড়া বিভিন্ন ছবিতে কার্যালয়ের আশপাশে ধ্বংসস্তূপ দেখা গেছে।

২০১৫ সালে অস্ত্রবিরতি ব্যর্থ হওয়ার পর থেকেই পুলিশ পিকেকের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।

প্রায় প্রতিদিনই তুরস্কের নিরাপত্তা বাহিনীর ওপর পিকেকের হামলা হয়েছে। এসব হামলায় এ পর্যন্ত কয়েকশ পুলিশ ও সেনা নিহত হয়েছে।

তুরস্ক সরকারের দাবি, গত ১৫ জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরও হামলা অব্যাহত রেখেছে পিকেকে।

সর্বশেষ গাড়িবোমা হামলা এমন সময়ে ঘটল, যখন প্রতিবেশী সিরিয়ায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। তবে এ অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পাশাপাশি কুর্দিদের ওপরও হামলা চলছে বলে অভিযোগ আছে।(এনটিভি)

নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৬:৫১ পিএম,২৬ আগস্ট ২০১৬ শুক্রবার
এইউ