Home / আন্তর্জাতিক / শ্রমিকদের গণপিটুনিতে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত
শ্রমিকদের গণপিটুনিতে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

শ্রমিকদের গণপিটুনিতে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

ধর্মঘটী খনিশ্রমিকদের গণপিটুনিতে বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোডোলফো ইল্যানেস মারা গেছেন। তাকে হত্যার আগে অপহরণ করা হয়েছিল বলে স্থানীয় মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে।

বলিভিয়ার রাষ্ট্রীয় আইনজীবী অপহরণের কথা নিশ্চিত করেছেন। তবে মন্ত্রী জীবিত না মৃত, তা তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।

স্থানীয় রেডিওতে স্থানীয় কর্মকর্তা মইসেস ফ্লোরেস বলেন, আমরা নিশ্চিত হয়েছি, মন্ত্রী মহোদয় মারা গেছেন।

শ্রমিকদের সাথে আলোচনার জন্য রাজধানী থেকে ১০০ মাইল দূরে পাদুরো শহরে গিয়েছিলেন ওই মন্ত্রী। সেখান থেকেই ৫৬ বছর বয়স্ক মন্ত্রীকে অপহরণ করা হয়।
আইন পরিবর্তনের দাবিতে বলিভিয়ার শ্রমিকরা আন্দোলন করছিলেন। চলতি সপ্তাহে তাদের আন্দোলন সহিংস হয়ে ওঠে। বুধবার পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হয়। আর সরকার বলছে, শ্রমিকদের হাতে ১৭ পুলিশ আহত হয়েছে।

খনিশ্রমিকদের সংগন এফইএনসিওএমআইএন বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তারা জানিয়েছিল, খনিশ্রমিকদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। শ্রমিকেরা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ, ইউনিয়নের আরো প্রতিনিধিত্ব, খনিতে আরো সুবিধার দাবি জানাচ্ছিল।
সূত্র : রয়টার্স

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ২৬ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ