Home / শিক্ষাঙ্গন / মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তি পাবে প্রাথমিকের শিক্ষার্থী
primary
প্রতীকী ছবি

মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তি পাবে প্রাথমিকের শিক্ষার্থী

টেলিটক এবং শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে পেমেন্ট ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং রূপালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হচ্ছে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসময় উপস্থিত থাকবেন।চুক্তির ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ হাতে পাবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১শ’ টাকা করে এবং প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাসিক ৫০ টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস পর পর তারা উপবৃত্তির অর্থ পান।

বর্তমানে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৯ শ’৭৯ এবং প্রাক-প্রাথমিকে ৩০ লাখ ৮৮ হাজার ৪শ’৬০ জন। চলতি বছর থেকে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:৪০ পিএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
এজি/ডিএইচ