Home / চাঁদপুর / চাঁদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৫তম জাতীয় স্কুল মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার (২৪ আগস্ট) বিকেলে চাঁদপুর আউটার স্টেড়িয়াম মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়াম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়াম্যান অ্যাড. শাহজাহান মিয়া, মহিলা ভাইস চেয়াম্যান অ্যাড. মুনিরা চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল ইসলাম।

চাঁদপুর লেডি দেহলভি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়ার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হামানকদ্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, বিষ্ণুদী ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।

এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিযোগিতার কর্মকর্তা এবং অংশ নেয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]