২০ সেপ্টেম্বর দেশব্যাপি শুরু হচ্ছে ২০১৬ সালের শিক্ষা জরিপ কার্যক্রম। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক অনলাইনে পরিচালিত এ জরিপের মাধ্যমে ৪০ হাজার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকার পলাশীতে ব্যানবেইস মিলনায়তনে জরিপের তথ্য সংগ্রহের ছক চূড়ান্তকরণসহ জরিপ পরিচালনা কৌশলের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘‘ বিন্যামূল্যে পাঠ্যপুস্তক, উপবৃত্তি, টিউশন ফি মওকুফ, বিদ্যালয়ে দুপুরের খাবার সরবরাহ, দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইংরেজি, গণিত ও বিজ্ঞানের অতিরিক্ত অস্থায়ী শিক্ষক নিয়োগের মতো শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে গত সাড়ে সাত বছরে শিক্ষার্থী ঝরে পড়া ব্যাপক হারে কমেছে। অতিরিক্ত শিক্ষার্থী সামলাতে বিগত সাড়ে সাত বছরে দেশে ১১ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।”
ব্যানবেইস পরিচালক মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মো. হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাস, এস এম এহসান কবির, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লা বক্তব্য রাখেন ।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ২৪ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur