কুমিল্লার মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী নারগিসের স্মৃতি রক্ষায় একটি ম্যুরাল নির্মণের উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে নির্মানাধীন এ ম্যুরাল এর ফলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল।
জাতীয় কবির স্মৃতি বিজড়িত দৌলতপুরে কবি নজরুল মঞ্চের পাশে এ ম্যুরালটি নির্মাণ করা হবে। নারগিস বনে নজরুল শীর্ষক এ ম্যুরালে কবি স্ত্রী নারগিসকে লিখা কবির শেষ চিঠিটি তুলে ধরা হবে।
এসময় মুরাদনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম খসরু, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনছুর উদ্দিন আহমেদ, নজরুল গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, ’নারগিস বনে নজরুল ম্যুরালের মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ইমরুল এবং শিল্পী নাছির আহমেদ খন্দকারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে জাতীয় কবির ৪০তম মত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলসহ আরো অনেকে।
কুমিল্লা করেসপন্ডেন্ট : :আপডেট, বাংলাদেশ সময় ১:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবর
ডিএইচ