Home / চাঁদপুর / চাঁদপুর জেলা কৃষি ঋণ কমিটির সভা

চাঁদপুর জেলা কৃষি ঋণ কমিটির সভা

চাঁদপুর জেলা কৃষি ঋণ কমিটির সভা সোমবার (২২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘ঋণ নিয়মা অনুযায়ী বিতরণ হার শতভাগ অর্জন করার ও আদায় হার সন্তুষ্টির জন্য পর্যায়ের উন্নতি করার লক্ষ্যে কার্যক্রম উদ্যোগ গ্রহণ করতে হবে।’

চলতি বছরে সকল বেসরকারি ব্যাংক সমূহকে কৃষি খাতে ঋণ বিতরণে পরিমান বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে হবে।

কৃষি ঋণ কমিটির সদস্য সচিব ও চাঁদপুর সোনালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মোরশেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, এসিলেন্ট সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসে এসিস্ট্যোন্ট জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, চাঁদপুর কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক কার্যালয়ে অ্যাসিস্ট্যোন্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মোহাম্মদ আলী আহম্মদ, সোসাল ইসলামী ব্যাংক লিঃ এর অপারেশন ম্যানেজার আ ফ ম ছাইদুর রহমান, এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মিলন কর প্রমুখ।

এসময় জেলা ঋণ কমিটির সদস্য ও জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব ও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার মো. মোরশেদ আলম আগামী ৭ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের হেড অফিসে যোগদান করবেন। সে হিসেবে বিদায়ী কর্মকর্তঅ হিসেবে তাঁকে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলসহ অতিথিবৃন্দ সংবর্ধনা জানান।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৮:৩০ পিএম, ২২ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply