পল্লী সঞ্চয় ব্যাংকের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে শনিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানবন্ধন করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারী কল্যাণ পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে এতে প্রতিষ্ঠানটি ৮ উপজেলায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।
পল্লী সঞ্চয় ব্যাংক এর আইনে চাকুরি বিধানমালা মোতাবেক দ্রুত স্থায়ী করণের দাবিতে মানবন্ধনে বক্তারা বলেন, এটি প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। আমাদের দাবি কারো বিরুদ্ধে নয়, আমাদের দাবি একটাই চাকরি স্থায়ী করা। যোগ্যতা অনুযায়ী আমাদের চাকরি স্থায়ী করা না হলে সমাজে আমরা কোনো মূল্যায়ন পাবো না।
বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মামুন হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন ঢালী প্রমুখ।