‘কিছু সংখ্যক কুলাঙ্গার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য জঙ্গিবাদকে উষ্কে দিচ্ছে। বাংলাদেশ এখনো সুখী ও সমৃদ্ধশালী দেশ। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং রাষ্টদ্রোহীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মানববন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে।’
শনিবার (২০ আগস্ট) মতলব দক্ষিণ প্রেস ক্লাবের উদ্যোগে জঙ্গী ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপাপ্ত মো. জাবেদ আলী এসব কথা বলেন ।
জাতীয় প্রেসক্লাবের নির্দেশনায় সারাদেশের সকল প্রেসক্লাবের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সামনে মতলব দক্ষিণ প্রেসক্লাব গণমাধ্যমকর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করে।
মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা নির্বাচন অফিসার এমএ আজিজ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ প্রেস ক্লাবের সহ-সভাপতি খোরশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, কোষাধ্যক্ষ পলাশ চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক আঃ মান্নান খান, সদস্য সমীর ভট্টাচার্য বলু, রিপন চন্দ্র দাস, সালমা আক্তার, মো: খোরশেদ আলম প্রমুখ।
: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ২০ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ